গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নাটোর জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর শহরের কানাইখালি এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নাটোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
সমাবেশে বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ জানান। একই সঙ্গে সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার, খুন, সন্ত্রাস ও মবসন্ত্রাস বন্ধ, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর সন্ত্রাসী হামলা রুখে দেওয়ার দাবি তোলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নাটোর জেলা শাখার সমন্বয়ক নির্মল চৌধুরী, বাসদ নাটোর জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ রায় এবং বাসদ নাটোর জেলা সদস্য সচিব মোবারক হোসেন। এছাড়াও সমাবেশে বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।