× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধভাবে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

মোঃ শরিফুল ইসলাম, লালমনিরহাট:

২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান ও মাদক পাচারসহ অন্যন্য আন্ত:সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১:৫৫ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস (২৫),  পিতা- অপু দাস, গ্রাম- শিববাড়ী চেচাখাতা, পোস্ট- আলিপুর দুয়ার থানা ও জেলা- আলিপুর দুয়ার'কে অবৈধভাবে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আটক করে। উক্ত ভারতীয় নাগরিকের নিকট বাংলাদেশী ৮২০/- টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং ০১ কপি ভারতীয় আধার কার্ডের ফটোকপি পাওয়া যায়।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম, পিএসসি  বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক আদিতমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.