× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে মিথ্যা মামলার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জামালপুরে জমি বিরোধ নিয়ে মিথ্যা মামলায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায়  জামালপুর শিল্পকলা একাডেমির হল রুমে বকশিগঞ্জ উপজেলার মাদারেরচর এলাকার মরহুম আক্কাস আলীর ছেলে মোঃ আলী হোসেন এর  আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোফাজ্জল হোসেন, বাক্কার আলী,নেদা আলী, দোলা মিয়া উপস্থিত ছিলেন।  মোঃ আলী হোসেন সাংবাদিক সম্মেলনে জানান,  জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা মাদারের চরের দূর্গাপুর মৌজার মধ্যে ৮২৭ সি এস খতিয়ানে- ৪৫, ১৭৭, ৫৪, ১২৫, ৩৫৭ নং দাগ যার আরওআর খতিয়ান- ১২৩৩, দাগ নং-৬৪৩, ১৫৭, ৬২০, ৬২১, ৪২৯, ৪৩০, ৩৪৬, ৩৮২, ৩৮৩, ৪৫০ এবং যার বিআরএস খতিয়ান হলো- ১৪২৬, ৩৫৫, ২১৬১, ২১৫৯, ৭৪৫ এর দাগ নং- ৩৮৪, ৩৫৬, ৭৩৯, ৭৪১, ৩১৯, ১০৪, ৩১২, ৮৩১, ৩১২, ৩৪০, দাগে মোট জমির পরিমান ১.৬৩ একর। সিএস দাগের সর্বমোট জমির পরিমান- ১৪.৬৯ একর যার মালিক নাজির মন্ডল।

ঘরোয়া বন্টন করে সিএস- ৮২৭ খতিয়ানে আমান মন্ডল ৪.৮৯ একর জমি ভোগদখল করা অবস্থায় কহর উদ্দিন মন্ডল, নেপা মন্ডল, মনহর মন্ডল কে রেখে মৃত্যুবরণ করেন। পারিবারিক ভোগদখল ও চাষাবাদের সুবিধার্থে জমি ভাগবাটোয়ারা করে নেপাসু মন্ডলের সিএস রেকর্ড মূলে- ৮২৭ খতিয়ানে অংশ দাড়ায় ১.৬৩ একর।  সিএস রেকর্ড মূলে আমরা ভূমির মালিক হওয়া সত্বেও আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী মন্ডল , ইয়াকুব আলী মন্ডল, মোঃ শাহ্ আলম উরফে বুদু,বেনজির আহমেদ মধুরা সকলে মিলে আমাদের প্রাপ্য জমি অবৈধ ভাবে ভোগদখল করিতেছে ।

আমরা আমাদের ভূমি ফেরত পাওয়ার আশায় আদালতে একটি বাটোয়ারা মামলা করি। এর বিপরীতে বিবাদীরা, গ্রহীতা মনোহর মন্ডলের নামে একটি জাল দলিল সংগ্রহ করে আমাদের বিরুদ্ধে হয়রানি মূলক জেলা সদরে সিআর মামলা করেন।  পিবিআই এর তদন্তে উঠে আসে দলিলটি জাল। গত ৫ নভেম্বর আমাকে হয়রানী মূলক মামলা প্রদান করার হুমকি দেন। এছাড়াও শারিরীকভাবে আমাদেরকে গুম ও হত্যার হুমকি প্রদান করিলে আমি গত ৬ নভেম্বর বকশীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করি। গ্রাম্য পর্যায়ে সালিশীর কথা বললেও সময় দিয়ে তারা সালিশী স্থলে আসে না। মোঃ শাহ্ আলম ওরফে রুদ্র একজন অসৎ ও দুষ্ট প্রকৃতির লোক গ্রাম্য সালিশীর তারিখ যেদিন ধার্য্য করা হয় সেইদিন তিনি সালিশী ছলে না এসে আদলতে মামলা করেন। মামলায় আমাদের যাদের আসামী দেখানো হয়েছে তাদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে ছিলাম না। আমরা ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত আছি। মামলা করে এসে তিনি হুমকি দিয়ে আমাকে বলেন আমি খেলোয়াড় পায়না। তোর সাথে খেলবো দেখি তুই কত দূর যেতে পারিস।

যেহেতু, বুদু দুষ্ট প্রকৃতির লোক একি ভাবে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে এলাকায় আরোও দুইজনকে ভূমিহীন করে তুলেছে। বুদু দুষ্ট প্রকৃতির লোক হওয়ায় তিনি নিজে বাদী না হয়ে তার ছেলে বেনজির আহমেদ মধুকে দিয়ে আরেকটি মিথ্যা অভিযোগ  বকশীগঞ্জ থানায় দায়ের করেন। তিনি আরো জানান,  গত  ০৪ ডিসেম্বর তারিখেও বিবাদী পক্ষ ধান, মরিচ, বেগুনের ক্ষয়ক্ষতি দেখিয়ে সিআর আদালতে আরও একটি মামলা করেছিলেন। তারা একই বিষয়ের উপর ৪টি মিথ্যা মামলা করেও ক্ষান্ত হয়নি। পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে আসছে। এতে আমি সহ আমার পরিবারের সদস্য ভীতি ও হুমকির উপর জীবন যাপন করছি। আমরা এর প্রতিকার চাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.