ব্যাংকাসুরেন্স ক্যাম্পেইন ‘চলো বিদেশ’-এর সেরা পারফর্মারদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই ক্যাম্পেইনটি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগ।
এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের ক্রমবর্ধমান ব্যাংকাসুরেন্স কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শক্তিশালী ও অর্থবহ অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিমা সুবিধা আরও সহজ ও বিস্তৃত করতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পেইনটি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা তুলে ধরার পাশাপাশি গ্রাহককেন্দ্রিক বিমা সেবা সম্প্রসারণে ফ্রন্টলাইন টিম ও ব্যক্তি-পর্যায়ের পারফর্মারদের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেছে।
১৮ ডিসেম্বর ২০২৫ ঢাকার একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. জালালুল আজিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা বিজয়ীদের হাতে এয়ার টিকিটসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্যাংকাসুরেন্স ক্যাম্পেইনের এই সাফল্য আমাদের দলগত প্রচেষ্টা, গ্রাহককেন্দ্রিক মনোভাব এবং প্রগতি লাইফের সঙ্গে আমাদের শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন। বিজয়ীদের এই অর্জনকে সম্মাননা জানানো শুধু ব্যক্তিগত সাফল্যের উদ্যাপনই নয়, বরং আমাদের ব্যাংকাসুরেন্স যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও। আমরা বিশ্বাস করি, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের এই সমন্বিত মডেল ভবিষ্যতেও গ্রাহকদের জন্য অর্থবহ সেবা নিয়ে আসবে, যা তাঁদের টেকসই উন্নয়নে সহায়তার পাশাপাশি জীবনকে করে তুলবে আরও সহজ।”
ব্র্যাক ব্যাংক কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংকাসুরেন্স সেবা সম্প্রসারণ, কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং সহজলভ্য ও সুবিধাজনক বিমা সল্যুশন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকটির ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই স্বল্প প্রিমিয়ামের মাইক্রোইনস্যুরেন্স প্রোডাক্ট নিতে পারছেন, যা অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী আর্থিক সেবায় ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা অঙ্গীকারের প্রতিফলন।