আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফরহাদ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদ এর নাম ঘোষণা করেন।
এ আসনে গত (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করে দলটি। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের জায়গায় ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দিল দলটি। এ আসনে অনেকে নমিনেশন পাওয়ার আশায় নির্বাচনি প্রচারণা চালান। এর মধ্যে নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, নড়াইল জেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ, লন্ডন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন মোল্যা এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ।
এর আগে গত (৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সেই সময় তিনি জানিয়েছিলেন নড়াইল-২ আসনের মনোনয় হোল্ড রাখা হয় পরবর্তীতে গত ৪ ডিসেম্বর মনিরুল ইসলামকে প্রার্থী করে মনোনয়ন দেয় দলটি।