× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬ লাখ টাকার ইয়াবাসহ আটক

খোর্শেদ আলম জুড়ী (মৌলভীবাজার)

২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানটি সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে জুড়ী উপজেলার ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের ফুলতলা এলাকায় পরিচালিত হয়। তল্লাশিকালে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুস সালাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জুড়ী উপজেলার পশ্চিম বটুলী গ্রামের মোঃ ওসমান আলীর ছেলে।

বিজিবি জানায়, অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত সিএনজি অটোরিকশার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে ইয়াবা ট্যাবলেটের মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা এবং সিএনজি অটোরিকশার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

বিজিবি আরও জানায়, আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.