আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৭ রাঙ্গুনিয়া আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী এডভোকেট এম. ইকবাল হাছানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান, সহ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, মাওলানা করিম উদ্দীন নূরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা সাধারণ সম্পাদক আহমদ রেজা, বাংলাদেশ সুপ্রিম পার্টি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এডভোকেট মাইনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী নুরী, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ইউ.এ.ই এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলম শাহ, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি, তারেকুল ইসলাম প্রমূখ।