সাতক্ষীরার ধুলিহরে অবৈধভাবে বেতনা নদীর সরকারি মাটি বহনকারী ট্রলি আটক করাকে কেন্দ্র করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধুলিহর সুপারীঘাট এলাকায় বেতনা নদী থেকে অবৈধভাবে কাটা মাটি বহনকারী একটি ট্রলি পুলিশ আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাটি কাটার সঙ্গে জড়িত একটি চক্র। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে নেহালপুর সুইচগেট সংলগ্ন এলাকায় মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে ২০ থেকে ৩০ জনের একটি দল সংঘবদ্ধভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
হামলায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এএসআই মাহবুব এবং কনস্টেবল মেহেদী হাসান আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সোহারাব হোসেন জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় মূলহোতা কেসমত আলীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।