আজ শুভ বড়দিন। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় বিরাজ করছে আনন্দ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের আবহ। দিনটি ঘিরে সকাল থেকেই আনন্দ–হাসি–গানে প্রাণ মিলেছে প্রাণে, গির্জায় গির্জায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মানবতার মুক্তির বার্তা নিয়ে যিশু খ্রিষ্ট দুই হাজার বছর আগে এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। মানবজাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালনার জন্য তাঁর এই পৃথিবীতে আগমন—এ বিশ্বাসকে ধারণ করেই প্রতি বছর বড়দিন উদযাপন করে থাকেন খ্রিষ্টান সম্প্রদায়।
আজ ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে রুমা উপজেলার সকল গির্জায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। গির্জাগুলোতে সকাল থেকে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মপ্রাণ নারী, পুরুষ, শিশু ও বয়স্কদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
ক্রিসমাস ট্রি, রঙিন আলো ও সান্তাক্লজের উপহারে আনন্দে মেতে উঠেছে শিশুরা। বড়দিন উপলক্ষে গির্জা ও খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, গান ও প্রার্থনার মধ্য দিয়ে শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জানান, বড়দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়—এটি ভালোবাসা, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। এদিনে তারা প্রার্থনার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।