× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৫ বিজিবি’র চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক অপারেশন: ভারতীয় জিরা ও কাপড় এবং মাদকদ্রব্য জব্দ

মোঃ শরিফুল ইসলাম, লালমনিরহাট:

২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়ন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী  অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দিনে ও রাতে বিভিন্ন বিওপি ও ব্যাটালিয়ন সদর কর্তৃক সফল অভিযান পরিচালনা করে সীমান্ত হতে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং কাপড় ও বিভিন্ন মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা মালামাল সমূহ গোপনে ষ্টোর করে রাখা হয়েছে এবং কুড়িগ্রাম এলাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যানে করে উক্ত পণ্যসমূহ পরিবহন করে সম্ভবত ঢাকার দিকে নিয়ে যাওয়া হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং সম্ভাব্য চলাচল রুটে একটি চেকপোস্ট স্থাপন করে গাড়িটি চ্যালেঞ্জ করে। পরর্তীতে বিস্তারিত তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর থেকে অবৈধভাবে আসা ভারতীয় জিরা ২৫১১ কেজি, ভারতীয় শাল চাদর ১৮০ টি, যার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ ৭১ হাজার টাকা।

এছাড়াও, অধীনস্থ ০৪টি বিওপির চোরাচালান বিরোধী পৃথক পৃথক ০৩টি অভিযানে অভিযানে ভারতীয় গাঁজা ১৩ কেজি, যার সিজার মূল্য ৪৫,৫০০/- টাকা, ভারতীয় ইস্কাফ সিরাপ ১৪০ বোতল, যার সিজার মূল্য ৫৬,০০০/- টাকাসহ সর্বোমোট সিজার মূল্য ১,০১,৫০০/- টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। এসকল ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর  কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকান্ড অব্যাহত রাখছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.