ছবি: সংবাদ সারাবেলা।
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে। বড়দিনকে কেন্দ্র করে অপরুপ সাজে সেজেছে উপজেলার প্রত্যেকটি খ্রিষ্টান পল্লী।
ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কুদবী মিশনের গীর্জায় ইনচার্জ ফাদার মাইকেল ক্রুশ সকাল সাড়ে ৯টায় গির্জায় বড়দিনের ধর্মসভা ও প্রার্থনা পরিচালনা করেছেন।
ফাদার মাইকেল ক্রুশ বলেন, সকাল সাড়ে ৯টায় গির্জায় বড়দিনের প্রার্থনা পরিচালনা করেছেন। আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য এবং অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন প্রভু যিশু খ্রিষ্ট। জগতে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা এবং সবার মাঝে ভ্রাতৃত্ব মিলন বজায় রাখার আহবানে পালিত হচ্ছে শুভ বড়দিন। বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধিসহ সকল মানবের কল্যাণ কামনা করা হয়েছে।
প্রার্থনা শেষে এলাকার খ্রিষ্ট ধর্মালম্বী নারী ও পুরুষরা নিজস্ব সংস্কৃতিতে বাদ্যবাজনা নিয়ে কুদবীর মিশন চত্বরে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এদিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী কামারপাড়া ক্যাথলিক চার্জে প্রার্থনা পরিচালনা করেন পালক ফান্সিস মুর্মু। একইভাবে পুখুরী এসডিএ চার্চে খ্রিষ্ট ধর্মালম্বী নারী ও পুরুষ প্রার্থনায় অংশ নেন।
জানা যায়, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ৬৩টি গির্জা ও চার্চে বড়দিনের প্রার্থনা, আলোচনা, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়দিন উদযাপন করা হয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান পল্লীগুলোকে নানা রঙে সাজিয়ে তোলা হয়েছে। বাসাবাড়ী সাজানো হয়েছে নিজস্ব রংতুলির আচড়ে। সাধ্যমতো নতুন জামা কাপড় পড়েছেন পরিবারের সকলে। গ্রামে গ্রামে চলেছে উৎসবের আমেজ। এটি চলবে অন্তত সপ্তাহ জুড়ে এমনটি বলছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। বাড়ীতে আসা নিকট আত্মীয় স্বজনদের চলছে সাধ্যমত মেহমানদারী।
পারইল কুদবীর ক্যাথলিক মিশনপাড়া গ্রামের গৃহবধূ রোজিনা টুডু (২৯), শিক্ষার্থী রিমি টুডু, লাকি হেম্ব্রম, কেয়া হাঁসদা ও জয়া হাঁসদা এবং বাসুদেবপুর সূর্য্যপাড়ার (নৃ-গোষ্ঠীপাড়া) গৃহবধূ ফুলমনি হেম্ব্রম ও পুষ্প মার্ডী বলেন, বড়দিন উপলক্ষে আমাদের প্রত্যেকের মাঝে আনন্দ বিরাজ করছে। সে কারণে সাধ্যমতো প্রত্যেক বাড়ীতে সাজসজ্জা, আলোকসজ্জা করা হয়েছে। আলপনা আঁকা হয়েছে বাড়ীর আঙিনা, দেয়ালসহ বিভিন্ন স্থানে। প্রভু যিশু খ্রিস্ট বেথেলহামের যে গোশালায় জন্মেছিলেন, তার আদলে প্রায় প্রত্যেক বাড়ীতে গোশালা স্থাপন ও সেটিকে সাজিয়ে তোলা হয়েছে। বড়দিনের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজনরা বাড়ীতে এসেছেন। অতিথিদের জন্য পিঠাপুলি, পায়েশসহ বিভিন্ন খাবার তৈরি করা হয়েছে।
কুদবীর মিশন গির্জা পরিচালিত সেন্ট পোলস্ প্রাথমিক বিদ্যালয়ের সিস্টার ইনচার্জ প্রধান শিক্ষক সিস্টার মারিয়া কিস্কু বলেন, ২৫ ডিসেম্বর প্রভু যিশুখ্রিষ্ট জন্মলাভ করেন। এজন্য দিনটিকে শুভ বড়দিন হিসেবে খ্রিষ্ট ধর্মালবম্বীরা পালন করে থাকেন। বছর ঘুরে বড়দিন আবহে পরিবার-পরিজন নিয়ে সুখ সমৃদ্ধিতে জীবনযাপন করার স্বপ্নটাই ধরা দেয় সবার প্রার্থনায়। প্রত্যেকটি গীর্জা ও চার্চে প্রার্থনা এবং ধর্মসভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে শুভ বড় দিন। রাঙামাটি ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টের পরিচালক বাবুলাল হাঁসদা মাস্টার বলেন, দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধিসহ পৃথিবীর সকল মানবের কল্যাণ কামনা করে সকালে প্রার্থনায় করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
