× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী

চুনারুঘাট প্রতিনিধি।

২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী। তিনি বলেন- শিক্ষার উন্নয়নসহ সমাজের অবকাঠামো উন্নয়ন এবং অবহেলিত চা-শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে কাছে রাখবেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সারাদেশের ন্যায় চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন পরবর্তী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ্ব মাওলানা মুসলিম খান, উপজেলা সহ-সভাপতি মাওলানা মোঃ ফজলুল হক, জেলা সাহিত্য সংস্কৃতির সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান (মেম্বার), উপজলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, নুর উদ্দিন ইবনে মালেক, কেন্দ্র পরিচালক ছাত্রনেতা হাফেজ শামসুল ইসলাম জাকী, মোফাস্সির রহমান ইমন, এস এম আমির খান প্রমূখ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.