× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক লিয়াকত আলী খান, সদস্য সচিব নাসিম শুভ

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ ( নোয়াখালী)

২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১ পিএম । আপডেটঃ ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নোয়াখালীতে কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিকদের নিয়ে  'নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন' নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় নোয়াখালী প্রেসক্লাবে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সাত সদস্যের আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মাই টিভির জেলা প্রতিনিধি ইউনুস শিকদার। 

আহবায়ক কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানকে আহবায়ক, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিমকে সিনিয়র যুগ্ম আহবায়ক, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সোহেলকে যুগ্ম আহবায়ক, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসিম শুভকে সদস্য সচিব করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মাই টিভির জেলা প্রতিনিধি ইউনুস শিকদার ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু রায়হান সরকার।

এসময় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আকবর হোসেন সোহাগকে আহবায়ক করে ৩ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি ও নাসিম শুভকে আহবায়ক করে ৩ সদস্যের সদস্য ফরম প্রস্তুত উপ-কমিটি ঘোষণা করা হয় ও আগামী ১৫ কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

মূলত, গতানুগতিকতার বাইরে ভিন্ন ধারার একটি প্লাটফর্ম গঠনের লক্ষেই এই সংগঠনটির আত্মপ্রকাশ। এখানে গুরুত্ব পাবে টেলিভিশন রিপোর্টারদের এক ছাতার নিচে আনা, পেশাগত মানোন্নয়ন, গবেষণা, সুদৃঢ় ঐক্য। টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, ঝুঁকি মোকাবিলাসহ বেশ কিছু দিক সামনে রেখে এ সংগঠন গঠন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.