খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচী পরিচালিত হয়েছে। এ কর্মসূচীর মাধ্যমে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে শিক্ষা সামগ্রী, ক্রীড়া উপকরণ, চিকিৎসা সেবা এবং শীতবস্ত্রসহ নানা ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জোনের আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। কর্মসূচীর অংশ হিসেবে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, স্থানীয় কার্বারি ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয় এবং শীতার্ত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি, পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি জোরদার করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”