ছবি: সংবাদ সারাবেলা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি তাদের মনোনয়ন প্রত্যাহার করে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। জোটগত সমঝোতার অংশ হিসেবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার করে এনপিপি’র চেয়ারম্যান ড. ফরহাদকে মনোনয়ন দেয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নড়াইল-২ আসনে এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন সমন্বয়ের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।” এর অংশ হিসেবেই নড়াইল-২ আসনটি এনপিপি’কে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল। তবে জোটগত সিদ্ধান্তের কারণে পরবর্তীতে সেই মনোনয়ন বাতিল করে শরিক দলকে আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপি।
নড়াইল-২ আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণার পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে দেখছেন। আবার কেউ হতাশা প্রকাশ করেছেন। এদিকে একদিন আগে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেয়। বুধবার তারই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বাধীন জোটে শরিক দলগুলোর মধ্যে আরও ৮টি আসন বণ্টনের ঘোষণা দেয়া হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের মধ্যে আসন সমঝোতা আরও দৃশ্যমান হতে শুরু করেছে। যার প্রভাব পড়ছে মাঠ পর্যায়ের রাজনীতিতে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক বিএনপি-নেতা কর্মী জানান বিএনপি হতে একমাত্র জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলামকে মনোনয়ন দিলে নড়াইল-২ আসনে বিএনপি জিতবে। বাংলাদেশ জামাত ইসলামী’র এ আসনের প্রার্থী জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু ও বেশ শক্তিশালী ও ভালো অবস্থানে রয়েছে। মনিরুল অনুসারি অনেকেই জানিয়েছেন তাদের দাবি ভোটের মাঠের অবস্থা বিবেচনা করে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে এ আসনটি হাতছাড়া হতে পারে।
এদিকে নড়াইল জেলা ও লোহাগড়ার বিএনপির বেশকিছু নেতারা জানান দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলকে ক্ষতিগ্রস্থ করা যাবে না। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদকে বিজয়ী করতে হবে। এই আসনে তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন তার হয়ে আমরা কাজ করব। দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দিখিয়ে কাজ করা সম্ভব নয়।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সালেহা বেগমসহ বেশকিছু বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা হলে তারা জানান, ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। নড়াইলের বিএনপির নেতা কর্মীদের বিনা পয়সায় হাইকোর্ট থেকে জামিন করিয়েছেন। লোহাগড়া নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, মন্দির হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত সহযোগিতা করে আসছেন।
৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের দিনে সকালে ফরহাদ ভাইয়ের বাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে ফ্যাসিষ্ট আওয়ামী দূর্বৃত্তরা। দলের দুর্দিনে দলীয় নেতাকর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচিতে তিনি সক্রিয় অংশ নিয়েছেন প্রতিটি প্রোগ্রামে। নড়াইল জেলা বিএনপি সকল ভেদাভেদ ভুলে গিয়ে ফরহাদ ভাইকে ধানের শীষে বিজয় করে নড়াইল - ২ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
