পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে অসহায় ও দুস্থ খ্রিস্টান পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের উদ্যোগে বড়দিন উপলক্ষে স্থানীয় গির্জা (চার্চ) ও খ্রিস্টান পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে লংগদু জোনের (তেজস্বী বীর) জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপি পি, পিএসসি’র নির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
লংগদু জোন সূত্র জানায়, পাহাড়ে বসবাসরত সকল ধর্ম ও বর্ণের মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন অটুট রাখাই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। বড়দিনের এই আনন্দঘন মুহূর্তে খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবে সামিল হয়ে তাদের আনন্দ ভাগ করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
উপহার ও অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, সেনাবাহিনী সবসময় আমাদের সুখ-দুঃখে পাশে থাকে। বড়দিনে এই সহায়তা আমাদের উৎসবের আনন্দকে আরও অর্থবহ করেছে।এটি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।