× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়দিনে সম্প্রীতির বার্তা, লংগদুতে খ্রিস্টানদের পাশে সেনাবাহিনী

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে অসহায় ও দুস্থ খ্রিস্টান পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের উদ্যোগে বড়দিন উপলক্ষে স্থানীয় গির্জা (চার্চ) ও খ্রিস্টান পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে লংগদু জোনের (তেজস্বী বীর) জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপি পি, পিএসসি’র নির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

লংগদু জোন সূত্র জানায়, পাহাড়ে বসবাসরত সকল ধর্ম ও বর্ণের মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন অটুট রাখাই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। বড়দিনের এই আনন্দঘন মুহূর্তে খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবে সামিল হয়ে তাদের আনন্দ ভাগ করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উপহার ও অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, সেনাবাহিনী সবসময় আমাদের সুখ-দুঃখে পাশে থাকে। বড়দিনে এই সহায়তা আমাদের উৎসবের আনন্দকে আরও অর্থবহ করেছে।এটি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.