চাাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনার ঝালকাঠির লঞ্চ টার্মিনাল থেকে এডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ করেছে এসময় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের চার স্টাফকে আটক করা হয়। লঞ্চটিকে জব্দ টার্মিনালেই পুলিশের হেফাজাতে রাখা হয় এবং আটককৃতদের থানায় আনা হয়। শুক্রবার দুপুরে ঝালকাঠির সহকারি পুলিশ সুপার সদর সার্কেল বায়জিদ ইবনে আকবর বিষয়টি নিশ্চিত করছেন। এদিকে সকালে লঞ্চটি ঝালকাঠিতে নোঙ্গর করার পর পরই লঞ্চের সারেং, সুকানী, সুপারভাইজার ইঞ্জিন চালক পািলয়ে যায়।
গত ২৪ ডিসেম্বর ঝালকাঠি -২ আসনের বিএনপি মননিত প্রার্থী ইলেন ভুট্টো তারেক জিয়ার সমাবেশে নেতাকর্মীদের নিয়ে গিয়েছিল। ২৫ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে আসার পথে এ দূর্ঘটনা ঘটে। ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় এ্যাডভেঞ্চার -৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে এলে বরিশাল নৌপুলিশ লঞ্চটি আটক করে। বিএনপির মনোনিত ইলেন ভুট্টোর ব্যাক্তিগত সহকারী নাজমুল হক লাবলু এই লঞ্চটি ইলেন ভুট্টো নেতকর্মীদের ঢাকায় তারেক জিয়ার জনসভায় যাবার জন্য ভাড়া করেছিল বলে নিশ্চিত করেন। এ প্রসঙ্গে বরিশাল নৌপুলিশের পুলিশ সুপার নাজমুল হক জানান, আমি লঞ্চটি দূর্ঘটনায় পতিত হওয়ার খবর পেয়ে ঝালকাঠি এসেছি। এখানে লঞ্চটি আটক করা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করছি কিভাবে দূর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙ্গর করার পর লঞ্চের সারেং, সুকানী, সুপারভাইজার ইঞ্জিন চালক পািলয়ে গেছে। ৪ জন কেবিন বয়কে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।