× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২, আহত-২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পটুয়াখালীর দুমকি -বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে মালামাল পরিবহনের টমটম অটোবাইক সংঘর্ষে অটোবাইক যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫)নামের ২যাত্রী নিহত ও অপর ২যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)। ‍তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়। 

 শুক্রবার(২৬ ডিসেম্বর)  সকাল সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু রবিউলের বাড়ি পার্শ্ববর্তি বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়। 

স্থানীয় সূত্র জানায় লিঙ্করোড থেকে দ্রুতবেগের মালামাল পরিবহনের স্যালো ইঞ্জিন চালিত টমটমের সাথে দ্রুত বেগের অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ ৪যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষনা করেন। অপর আহত ২জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ নিহত ২জনের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.