× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ ওসমান হাদির বোনের ঢাকা- ৮ আসনে প্রার্থী হওয়ার দাবিতে নল‌ছি‌টি‌তে মানববন্ধন

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্থলে তার বোন মাসুমা হাদিকে ওই আসনে প্রার্থী হওয়ার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে ছাত্র -জনতা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় পৌর শহরের বাস স্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন, মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া,  আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক, ও আবু হানিফ।

বক্তারা বলেন, নলছিটির কৃতী  সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন।  কিন্তু ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা  তার কথা থামিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তিনি আমাদের মনে ও স্মৃতিতে বেঁচে আছেন এবং আজীবন থাকবেন। তিনি এ দেশের গর্ব। তার  আদর্শ বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এ মুহূর্তে ঘুরে দাঁড়াতে হবে। তার বোন মাসুমা হাদির মধ্যে আমরা ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। এ জন্য আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুমা হাদিকে দেখতে চাই। দেশবাসীও এটা চায় । তারা আরও বলেন, মাসুমা হাদি ওই আসনে প্রার্থী হয়ে  আদিত্যবাদের বিরুদ্ধে ও ইনসাফের পক্ষে লড়াই করে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন আশা রাখি।

এব্যাপারে ওসমান হাদির  ছোট বোন মাসুম হাদি বলেন, এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই। তবে  ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এ নির্বাচনে প্রার্থী হতে রাজি আছেন বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.