× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি):

২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪০ বিজিবি) এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ১২ বোর পিস্তল, ১২ বোরের দুই রাউন্ড তাজা অ্যামুনিশন এবং তিনটি দেশীয় অস্ত্র (হাসুয়া/দা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজারমূল্য এক লাখ এক হাজার নয়শত টাকা।

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পলাশপুর জোনের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনুল ইসলাম, পিএসসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জোন কমান্ডার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, অত্র জোন ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্রের প্রবাহ ও চোরাচালান প্রতিরোধে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর সদস্যরা ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.