× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোর নিহত \ ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত \ অর্ধ কোটি টাকার ক্ষতি

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর):

২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জের অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। এসময় দোকান কর্মচারী সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এঘটনা ঘটে। নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।

চাঁদপুরের ফরিদগঞ্জের অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। এসময় দোকান কর্মচারী সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এঘটনা ঘটে। নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।

জানা গেছে, সাহার বাজারের জনৈক জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাÐের ঘটনা ঘটে। পরে পাশের আরো তিনটি দোকান ভষ্মিভুত হয়। এসময় জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরের ভিতরে থাকা কর্মচারী সাব্বির হোসেন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পার্শ্ববর্তী হাজিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোর, ইমান হোসেনের ঔষধের দোকান, নজরুলের মাছের খাদ্যের দোকান ও জহিরের ওর্য়্কাশপসহ ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ শেষে নিহত সাব্বিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.