× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে ধানের শীষের কাণ্ডারী লায়ন আসলাম চৌধুরী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সীতাকুণ্ডের জনপ্রিয় নেতা লায়ন মো. আসলাম চৌধুরী। মনোনয়ন প্রাপ্তিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই এই মনোনয়নকে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ডে ধানের শীষের সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও গতিশীল হবে, যা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় লায়ন আসলাম চৌধুরী বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর রাজনীতির মূল প্রেরণা। তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

মনোনয়ন ঘোষণার পর সীতাকুণ্ডজুড়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করছেন, এই মনোনয়ন আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আজ সকাল ১০টায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উন্মোচন করেন লায়ন মো. আসলাম চৌধুরী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.