চট্টগ্রামের চন্দনাইশে বেগম জরিমন মফজল দিলারা ছবুর চৌধুরী শিক্ষা কল্যাণ বোর্ডের শিক্ষা বৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলার হাশিমপুরে মাদ্রাসা-এ-আহমদীয়া সুন্নিয়া ছৈয়দাবাদ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
এসময় পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বেগম জরিমন মফজল দিলারা ছবুর চৌধুরী শিক্ষা কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুস ছবুর চৌধুরী, হল সুপার মাওলানা আবুল কাশেম আনসারী, মাস্টার আহসান উল্লাহ, সাংবাদিক মো. আরফাত হোসেন, মীর আহমদ। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মাওলানা আবদুল খালেক আল- কাদেরী, সদস্য সচিব ছিলেন মো. হোসাইন কাদেরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা সোলাইমান কাদেরী, ওয়াহিদুল আলম, উর্মি আকতার, রুমা আকতার, জাকের উল্লাহ প্রমূখ।