সরকার ঘোষিত নিম্নতম ৮ ঘন্টা কর্মদিবস সহ শ্রম আইন বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে উত্তর অঞ্চলীয় হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের কর্মী সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের ট্রাফিক মোড় এলাকায় নাটোর জেলা হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের আয়োজনে কর্মীসভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নাত কাজী খালেক,নাটোর জেলা হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মিঞা,সাধারন সম্পাদক সমর চন্দ্র সরকার সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন সরকার গেজেটে শ্রমিকের নিম্নতম মজুরি ত্রিশ হাজার টাকা আর ৮ ঘন্টা কর্মদিবস করেছে কিন্তু মালিক পক্ষ তা মানছে না। আগামী ১৩ই জানুয়ারীর ভিতর যদি এই দাবী মানা না হয় তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।