× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচছায় বরণ করা হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুতে পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপির প্রায় ৫ সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। এরপর উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা তাদের মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদকে নিয়ে ব্যান্ডপার্টি সহকারে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে লোহাগড়ার শহরের কুন্দশী এলাকায় পৌঁছালে স্হানীয় মানুষজন হাত নেড়ে তাঁকে  শুভেচ্ছা জানান। 

এ সময় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে হিমসিম খেতে হয়।এরপর মোটরসাইকেলের শোভাযাত্রাটি নড়াইলে পৌঁছায় এবং শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ। 

নড়াইলবাসীর উদ্দেশ্যে এডভোকেট প্রদিজ্জামান ফরহাদ বলেন, মানুষের ভালোবাসায় আজ আমি সিক্ত। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে এ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে , ইনশাল্লাহ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.