ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার দুপুরে ফেনী সদর উপজেলার মধুয়াই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআনের পাখিদের সাথে একবেলা আহারের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক আসাদুজ্জামান দারা, আল বারাকা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা সহিদুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা শাহ কামরুজ্জামান ভূঁইয়া, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্টালের চার্টার সেক্রেটারি মহিম উদ্দিন পৃথিবী, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্বের চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, ফেনী রাইজিং সানের প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ সারিদ, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য ওসমান গণী রাসেল, কবি ও সাহিত্যিক আবদুস সালাম ফরায়েজী। এতে বিভিন্ন সংগঠনের অতিথিবৃন্দ ও সংগঠন এর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের সাথে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।