নড়াইলের লোহাগড়ায় চার দলীয় চৌধুরী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লক্ষ্মীপাশা যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ঝিনাইদহ জেলার বাকরী সেঞ্চুরী ফুটবল একাডেমি বনাম নড়াইলের এগিয়ে চলো ফুটবল একাদশ। খেলায় বাকরী সেঞ্চুরী ফুটবল একাডেমি ২-০ গোলে নড়াইলের এগিয়ে চলো ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আনিসুল ইসলাম সনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুব রহমান, ইকরামুল হক মিন্টু, মিজানুর রহমান সবুজসহ অন্যান্যরা।
প্রায় দশ হাজার ফুটবল প্রেমী দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরি আনিসুল ইসলাম সনি বলেন, এলাকার যুব সমাজকে মাদক ও মোবাইলের ভয়ানক নেশা থেকে ফিরিয়ে আনার লক্ষে এই ফুটবল খেলার আয়োজন করেছি। ভবিষ্যতেও এই ধরনের খেলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এলাকাবাসির সহযোগিতা পেলে আগামীতে এ ধরনের খেলা অব্যাহত রাখবো।