মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল ‘হৈরোল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫’। উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই পরীক্ষা সম্পন্ন হয়।এবারের মেধা বৃত্তি পরীক্ষাটি আধুনিক MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তের মোট ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এর মধ্যে চতুর্থ শ্রেণীর ১০৭ জন এবং পঞ্চম শ্রেণীর ৯৪ জনসহ সর্বমোট ২০১ জন পরীক্ষার্থী তাদের মেধার লড়াইয়ে অবতীর্ণ হয়।
শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং প্রাথমিক স্তর থেকেই পরীক্ষার ভীতি দূর করতে হৈরোল ফাউন্ডেশন নিয়মিত এ ধরনের শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অংশগ্রহণকারী একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ‘এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাভাবনায় দক্ষ করে তোলে।’
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা অনুরাগীগণ। তারা হৈরোল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি পর্যায়ের এই মেধা যাচাই কার্যক্রম তৃণমূলের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।’
ফাউন্ডেশনের প্রতিষ্টাতা কনথৌজম শিল্পী জানান, ‘শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হবে।’