ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে নাটোর ২ নাটোর সদর ও নলডাঙ্গা আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রবিবার দুপুর ২ টার দিকে জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক রহিম নেওয়াজ,বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু,ফরহাদ আলী দেওয়ান শাহীন । মনোনয়ন জমাদানকালে দুলু বলেন,তারেক রহমানের নেতৃত্বে আগামিতে বিপুল সংখ্যাগরিষ্টতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।
উল্লেক্ষ্য,এখন পর্যন্ত জেলার ৪ টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৫ জন তাদের মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।