আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–২ (সিংগাইর ও হরিরামপুর সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত রোববার সকালে তিনি সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুন্নাহারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ নির্বাচন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মনোনয়নপত্র দাখিলের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিংগাইর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, চান্দহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানভির সরদার এবং বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত’র পুত্র শায়ান আরমেন খান।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মানিকগঞ্জ–২ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান অঙ্গীকার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিজয় নিয়ে আমি শতভাগ আশাবাদী।”