ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২৮ ডিসেম্বর রোববার বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
নাটোরের সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ফুয়াদ ভূঁইয়া, চাকসুর সমাজসেবা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের রিয়াজ উদ্দিন নোমান, ছাত্রশিবিরের শহর শাখার সাধারণ সম্পাদক এবং ফরিদ মন্ডল প্রমুখ। বক্তারা অবিলম্বে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।