× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মনোনয়নপত্র দাখিল

২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ডিসেম্বর) সকালে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এবং দুপুরে

রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক(ডিসি) আফিয়া আখতারের কাছে এবং বিকেলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।

এছাড়াও সফরসঙ্গী হিসেবে ছিলেন সদস্য আহ্বায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপি সদর উদ্দিন, সভাপতি গোদাগাড়ী উপজেলা বিএনপি আব্দুস সালাম শাওয়াল, সাবেক মেয়র গোদাগাড়ী পৌরসভা আনারুল ইসলাম, সাবেক আহ্বায়ক গোদাগাড়ী উপজেলা বিএনপি আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল অরণ্য কুসুম, সাবেক কাউন্সিলর বিপ্লববা, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন,পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান,সুলতান আহমেদ মাস্টার,জেলা  যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল প্রমুখ। এছাড়াও তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দীন বলেন, নির্বাচনী মাঠে আগের অস্থিতিশীলতা কেটে গেছে। বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে এবং ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.