বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় জুলাই যোদ্ধার গোশতের দোকানে মরা গরু জবাই করে বিক্রির সময় ২ যুবককে হাতানাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত ২ যুবকের নাম রিপন ও রাকিব।
দোকানটির মালিক ২৪ এর জুলাই যোদ্ধা পরিচয়দারী মো.জহির। স্থানীয়রা জানায়, জহিরের দোকানের কর্মচারী রিপন ও রাকিব (২৮ ডিসেম্বর) রবিবার সন্ধ্যা ৭ টায় একটি হলুদ অটোতে করে একটি জবাই করা গরু দোকানে নিয়ে আসে। এরপর দোকানের সামনে রেখে গরুর চামড়া ছিলে গোশত বিক্রির চেষ্টা করেন। এমন সময় চারদিকে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের দোকানের লোকজন তাদের কাছে জিজ্ঞেস করলে কথাবার্তা সন্দেহজনক মনে হয়। এরপর স্থানীয়রা তাদের আটকিয়ে পুলিশে খবর দিলে এক পর্যায়ে তারা স্বীকার করে বলেন, এটি মরা গরু আমরা এখানে চামড়া ছিলতে নিয়ে এসেছি। চামরা রেখে গরুটা দুরে কোথাও ফেলে দিবো।
জুলাই যোদ্ধা পরিচয়দারী দোকানের মালিক জহির বলেন, তারা আমার দোকানে কাজ করে তবে ২ মাস আগে আমার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি। এদের বাড়িঘর আমি কিছুই চিনিনা। তারা আজকে কোথা থেকে এখানে গরু নিয়ে এসেছে সেটাও আমি জানিনা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঁচা মাংসহ আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়েছে।