× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বড়লেখার শিশু শিক্ষা একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।”অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যাপক তারেক আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন, সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান কামরান, সিনিয়র শিক্ষক আব্দুল হক, রিন্টু লাল মালাকার, ময়নুল ইসলাম মুন্না, অমিত দাস, সৌরভ চন্দ্র দেব, রেদওয়ান আহমদ রুম্মান ও মো. আব্দুল্লাহ মাসুদ।

শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন হালিমা বেগম, শাপলা বেগম, মাহমুদা খাতুন, মরিয়ম জান্নাত, অনামিকা দে, তাহমিনা বেগম, জয়ন্তী রাণী, রহিমা বেগম ও হাবিবা সিদ্দিকা প্রমুখ । এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।ফলাফল প্রকাশ শেষে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে ফলাফল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.