দীর্ঘ ৩৪ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি এ মনোনয়ন জমা দেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীনের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ইউনুস আলী বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী—এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।”
তিনি অভিযোগ করে বলেন, “তবে একটি চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অধ্যাপক ইউনুস আলী আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।” এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর দেলোয়ার হোসেন খান, সেক্রেটারী সাদেকুল ইসলাম, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।