আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কলাম আজাদ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন কালাম।
মির্জাপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় তার সমর্থকদের মধ্যে। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক কাউন্সিলর বিএনপির সহসভাপতি আলী আজম সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, শ্রমিকদলের সভাপতি কুব্বত আলী মৃধা, মহিলা দলের নেত্রী স্বপ্না সিদ্দিকা প্রমুখ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এতে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন। তৃতীয় লিঙ্গ ৬ জন।