ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে তাড়াশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি ওই মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম ওই মনোনয়ন পত্র গ্রহন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার।
মনোনয়ন ফরম জমাদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান সকল প্রার্থীকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাহিরে উপস্থিত সংবাদ কর্মীদের কাছে অনুভূতি ব্যক্ত করার সময় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, নির্বানী এলাকায় সকল মানুষ আজ আনন্দিত। আশাকরি উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় তিনি সকল নেতা-কর্মীকে ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকা এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।