আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলাপ্রশাসক ও জেলার রিটানিং অফিসার মোহাম্মদ আব্দুল ছালাম এর নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপি নেতা ও নলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা যুবদলের সভাপতি ও আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা, বিএনপি নেতা শরীফ মুনির চৌধুরী, কাজী শওকত আলী, আজম মৃধা, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন, বিএনপি নেতা ইন্জিঃ কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়াসহ প্রমুখ।
এর আগে তিনি তার লোহাগড়ার কুন্দশীর বাড়ি থেকে নিশাল গাড়ি বহর নিয়ে শতশত বিএনপির দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল সহকারে নড়াইলের জেলা প্রশাসক ও জেলার রিটানিং অফিসারের কার্যালয়ে যান।
মনোনয়ন পত্র দাখিল শেষে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল কাদের শিকদারের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন। এ সময় নড়াইল ও লোহাগড়া বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকের বলেন, প্রয়াত বিএনপি নেতা আব্দুল কাদের সিকদার ছিলেন নড়াইল জেলা বিএনপি'র বট বৃক্ষ, তিনি বেঁচে থাকলে আজ নড়াইল জেলা বিএনপি আরো ভালো অবস্থানে যেতে পারতো। তার রাজনৈতিক জীবনে নড়াইল জেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলেন। দল-মত নির্বিশেষে তিনি নড়াইলের সকল মানুষের একজন প্রিয় ব্যক্তি হয়ে উঠে ছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। এবং কাদের ভাইয়ের পরিবারের সকলে যেন ভালো থাকেন এই দোয়া রইল।