× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবাসী ভাইয়ের বাসা দখলের শঙ্কায় বড় ভাই, নিরাপত্তা নিয়ে শঙ্কিত!

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারে পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ইমজি রহমান (ইমরান আহমেদ) নামে এক যুক্তরাজ্য প্রবাসীর বাসা দখলের শঙ্কা ও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় প্রবাসীর বড় ভাই কাইয়ুমুর রহমান ইকবাল। ইমজি রহমান পরিবার নিয়ে প্রবাসে থাকায় বর্তমানে তাঁর বড় ভাই কাইয়ুমুর রহমান ইকবাল বাসাটি দেখবাল করছেন। ফের দখল ও নিজের নিরাপত্তার আশঙ্কায় বাসার প্রবেশ গেটে তালা ঝুলিয়ে ইকবাল নিজেই অবস্থান করছেন ওই বাসায়। জানান, অব্যাহত হুমকির কারণে এমন ব্যবস্থা নিয়েছেন তিনি। 

সরেজমিন গিয়ে জানা যায়,গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) যুক্তরাজ্য প্রবাসী ইমজি রহমান (ইমরন আহমেদ) এর বড় ভাই কাইয়ুমুর রহমান ইকবাল এর স্ত্রী সাফিয়া সুলতানা সাফা শ্বশুরের মৌরসী স্বত্ব দাবী করে তার চাচা আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমদ সহ লোকজন নিয়ে বাসা দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সাফার স্বামী কাইয়ুমুর রহমান ইকবাল। ওই দিন ইকবাল এর স্ত্রীর পক্ষের লোজন চাচা শামীম আহমদের নেতৃত্বে বাসাটি দখলে নিতে চেষ্টা করলে ইকবাল ঘটনাটি চাচা আব্দুল করিম ইমানীকে জানান। এর পর সেখানে আব্দুল করিম ইমানী লোকজন নিয়ে গেলে ইকবাল এর স্ত্রী ও চাচার সাথে ইকবাল ও তাঁর চাচা আব্দুল করিম ইমানীর সাথে দু-পক্ষের তর্ক-বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে বাসাটি আব্দুল করিম ইমানী নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাহিরে তালা লাগিয়ে বাসার ভিতর ভাতিজা ইকবালকে অবস্থানের দ্বায়িত্ব দিয়ে চলে যান। ওই দিনের ঘটনার খবরে সেখানে সদর মডেল থানা থেকে পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর পর থেকেই বাসাটির নিরাপত্তার শঙ্কায় বাহিরে তালা দিয়ে ভিতরে অবস্থান করছেন ইকবাল। 

ইকবাল এর অভিযোগ, বাসা ও বাসার জায়গা নিয়ে আমার ভাইদের উপর আমি নিজে বাদী হয়ে মামলা করেছিলাম। কিন্তু জমি ও ওই বাসার উপর আমার কোন স্বত্ব নেই সেটি বুঝতে পেরে ভাইদের সাথে আপোষ করি। যেহেতু আপোষ হয়েছে তাই বাসাটি আমার চাচা আব্দুল করিম ইমানীর কাছে হস্তান্তর করি। এ নিয়েই শুরু হয় স্ত্রীর সাথে দ্বন্দ্ব। পরবর্তীতে বাসা ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় উঠতে চাইলে আমার স্ত্রী সেটি মানছেন না। বরং ওই বাসার উপর আমার কোন স্বত্ব না থাকা স্বত্বেও উল্টো আমার স্ত্রী আমার নির্দেশ অমান্য করে শ্বশুর বাড়ীর লোকজন দিয়ে জোরপূর্বক বাসাটি দখলের পায়তারা করছেন। 

কাইয়ুমুর রহমান ইকবাল বলেন, এই বাসাটি আমার বাবা আমার ভাই-বোনের নামে দিয়ে গেছেন, এখানে আমার কোন স্বত্ব নেই। আমি যখন স্বত্ব মামলা করি তখন জানতাম না, পরে যখন জানতে পারলাম বাসাটি আমার ২ ভাই ও ১ বোনের নামে। 

বাসা দখলের অভিযোগের বিষয়টি অস্বীকার করে আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাইয়ুমুর রহমান ইকবাল এর স্ত্রী সাফিয়া সুলতানা সাফা‘র চাচা শামীম আহমদ বলেন, বাসা নিয়ে তাদের মধ্যে আগে থেকে বিরোধ রয়েছে। ঐ দিন আমার ভাতিজিকে মারধরের খবরে আমি সেখানে যাই। তিনি বলেন, তাদের বিরোধ তারা পারিবারিকভাবে বসে মিমাংসা করবে, সন্ত্রাসী দিয়ে হামলা করবে কেন।  মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখবো। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.