আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপির বিদ্রোহী প্রার্থী ফায়েজুল ইসলাম লাঞ্জু ও তার স্ত্রী সোনিয়া ইসলাম।
সোমবার দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন ফায়েজুল ইসলাম লাঞ্জু। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে আমি ও আমার স্ত্রী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ফায়েজুল ইসলাম লাঞ্জু ও তার স্ত্রী সোনিয়া ইসলাম নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।
ফায়েজুল ইসলাম লাঞ্জু মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ও তার স্ত্রী গত ২৪ ডিসেম্বর (বুধবার) জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী কাছ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।