আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ২৯ ডিসেম্বর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনে প্রধান দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সংসদীয় আসন-২৮১ চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী তার মনোনয়ন ফরম চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন।
একই দিনে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামের হাতে মনোনয়ন ফরম জমা দেন। এতে করে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দৌড়ে যুক্ত হলেন।