× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারালেন নাসিমা বেগম

খোর্শেদ আলম জুড়ী (মৌলভীবাজার)

২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ছেলেকে মাদরাসায় ভর্তি করাতে এসে আর বাড়ি ফেরা হলো না নাসিমা বেগমের। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক সময় জুড়ী ফুলতলা রোডের রইস আলী কালভার্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাসিমা বেগম জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা ও মকবুল আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম তার শিশুপুত্র আব্দুল্লাহ আল মারুফকে ভর্তি করাতে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার একটি মাদরাসায় যান। ভর্তি কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে রইস আলী কালভার্ট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শিশুপুত্র আব্দুল্লাহ আল মারুফ কান্নাজড়িত কণ্ঠে জানায়, “আমার আম্মা রাস্তা পার হওয়ার পর পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটা দ্রুতগতির গাড়ি এসে ধাক্কা দেয়। আমি আমার আম্মার সাথেই ছিলাম।” ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক জোবের আহমদ বলেন, “মহিলাটি রাস্তা পার হয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তখন দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে তাকে সজোরে ধাক্কা দেয়। আমরা কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই।” ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক উস্তার মিয়া ইমন জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.