× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:

২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭ পিএম । আপডেটঃ ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হোসেন(২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর দিকে উপজেলার অরোণকোলা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হোসেন ওই এলাকার মোঃ আবু বক্কর জোয়ার্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার অরোনকোলা গ্রামের পার্শ্ববর্তী হিন্দুপাড়া এলাকার স্থানীয় শ্যামল নামে একজনের বাড়ির টিউবওয়েলের হ্যান্ডেল চুরি করা নিয়ে একটি ঝামেলা হয়ে তা সমাধানও হয়েছিল। পরে আবারও নিহত মেহেদীর ছোটভাই ইমনের বন্ধুর একটি মোবাইল ফোন চুরি করা নিয়ে আরেকটি ঝামেলার সূত্রপাত ঘটে। মোবাইল চুরির বিষয়টি মিমাংসা করার জন্য গতকাল মেহেদী তার মায়ের কাছে ১৭০০ টাকা চাইলে তার মা তাকে ১৫০ টাকা দিলে সে বাড়ি থেকে চলে আসে। পরে মেহেদীর ছোটভাই ইমন তাকে ডেকে ঘটনাটি মিমাংসার সময় তাকে শাসনস্বরুপ চড় মারলে সে রাগ করে চলে আসে। এদিকে সে অতিরিক্ত নেশা করে বাড়িতে প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি করে আসছিল। এতে পরিবারের লোকজন মেহেদীর বিরুদ্ধে মামলা করলে সে ভয়ে পালিয়ে বেড়াতো। সর্বশেষ স্থানীয়রা মেহেদীকে গতকাল রবিবার বাড়ির পাশের আম বাগানের একটি টোং ঘরে বসে থাকতে দেখেছে বলে জানিয়েছেন। হটাৎ করে দুপুরে স্থানীয় মজিবর নামে একজন সেই টোং ঘরের পাশেই একটি ধানক্ষেতে তাকে খালি শরীরে পড়ে থাকতে দেখে তারই চাচাতো ভাই বিল্লাল জোয়ার্দারকে বিষয়টি জানায়। পরে বিল্লাল জোয়ার্দার এসে তারই ভাইয়ের মরদেহ দেখে পরিবার ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

এদিকে উদ্ধারকৃত মরদহের বিভিন্ন স্থানে ধস্তাধস্তির চিহ্ন লক্ষ করেছে পুলিশ। এছাড়াও ওই টোং ঘর থেকে মেহেদীর পরনে থাকা চাদর ও মুঠোফোন এবং ওই ধানক্ষেতের পাশের একটি কচুরিপানা থেকে তার পরিহিত টি-শার্ট উদ্ধার করেছে পুলিশ।

নিহত মেহেদী হোসেনের ছোট ভাই ইমন বলেন, আমার ভাই প্রচুর নেশা করতো। আর নেশার টাকা জোগাড়ের জন্য মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটায়। সর্বশেষ আমারই এক বন্ধুর ভাইয়ের ফোন চুরি করা নিয়ে তাকে রাগ করে আমি চড় মারছিলাম। তারপর থেকেই সে রাগ করে চলে যায়। কিন্তু দুপুরে জানতে পারি আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মেহেদীর আরেক চাচাতো ভাই মোঃ বিল্লাল জোয়ার্দার বলেন, দুপুর আড়াইটার দিকে সর্বপ্রথম স্থানীয়রা আমাকে জানান কে যেন ধানক্ষেতে পড়ে আছে। আমি কাছে গিয়ে দেখি আমারই ভাই মেহেদী। পরে তার পরিবার ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা কিছুই বুঝতে পারছি না।

কান্না করতে করতে নিহত মেহেদীর স্ত্রী মোছাঃ মৃত্তিকা খাতুন বলেন, আমার স্বামীর কারো সাথে কোন বিরোধ ছিলনা। মোবাইল চুরি নিয়ে একটি ঝামেলা হয়েছিল সেটাও পারিবারিকভাবে সমাধান করা হয়েছে। তার সাথে গতকাল সর্বশেষ কথা হয়েছে আমার। আর আজ দুপুরে শুনতে পারছি তার মরদেহ পড়ে আছে ধানক্ষেতে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল মরদহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত কার্যক্রম চলমন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.