× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জ ৩ আসনে বরকত উল্লা বুলুর মনোনয়নপত্র জমা

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি -

২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ইং নির্বাচনে নোয়াখালী ২৭০ বেগমগঞ্জ ৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু।  সোমবার (২৯ই ডিসেম্বর) সোমবার দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের হাতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুর রহিম।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমলীর আলো, সদস্য সচীব হারুনুর রশিদ আজাদ , সাবেক জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক  কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচীব মোঃ মাহফুজল হক আবেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না,  পৌর বিএনপির আহ্বায়ক  জহির উদ্দিন হারুন, সদস্য সচীব মোঃ মহসীন আলম, উপজেলা বিএনপির সদস্য মোঃ আহসান উল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচীব মহি উদ্দি রাজু, উপজেলা সেচ্চাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম,  পৌর সেচ্চাসেবকদলের আহ্বায়ক রাসেল সুমনসহ বিপুল পরিমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মনোনয়ন পত্র জমা শেষে বরকত উল্লা বুলু সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেগমগঞ্জ ৩ আসন থেকে বেগমগঞ্জের সর্বস্তরের জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। 

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ,  নোয়াখালী। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.