ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মা-ছেলে সহ ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে সংশ্লিষ্ট প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ের স‚ত্রে জানাযায়: সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত সর্বশেষ তথ্যমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি’র) দলীয় প্রার্থী হিসাবে আখতারুল আলম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, খেলাফত মজলিস মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ ন‚রে আলম সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মা অধ্যক্ষ আখতার সুলতানা, ছেলে তানভীর আহমেদ রানা, অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল করিম। পর্যায়ক্রমে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ৮জন মনোনয়ন ফরম দাখিল করেন।