× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির তিন বিদ্রোহীসহ ১০জনের মনোনয়ন দাখিল

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ(চাঁদপুর):

২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে সংসদ সদস্য পদে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীসহ মোট ১০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক ও  রির্টানিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,  সোমবার (২৯ ডিসেম্বর) মনোয়ন পত্র জমাদানের শেষ দিনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বয়ক এম.এ হান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল।

জাতীয়তাবাদী কর আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্বাস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন, জামায়াত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টির প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন, গণফোরামের প্রার্থী গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরী, ইসলামী ফ্রন্ট প্রার্থী গাউছিয়া কমিটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মালেক বুলবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.