সর্বশেষ ৩০০ নং বান্দরবান আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাঁচজন প্রার্থীরা। আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক শামিম আরা রিনি কাছে এই মনোনয়ন পত্র জমা দেন সংগঠনে প্রার্থীরা।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন-জেলা বিএনপি মনোনীত প্রার্থী ও আহবায়ক সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম বিভাগীয় তত্বাবধায়ক আবু সাঈদ মোঃ সুজাই উদ্দিন।
জানা গেছে, এই সর্বশেষ আসনে আ.লীগ ঘাটি হিসেবে পরিচিত ছিল জেলাটি। কিন্তু ৫ই আগষ্টের সরকার পতনের পর এবার মাঠে নাই আ.লীগ। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকছেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দলের রাজনৈতিক সংগঠন।
এদিকে সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়ন পত্র দাখিল করে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী। বেলা তিনটায় ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ দাখিল করেন। শেষ মুহুর্তে বিকাল সাড়ে চারটায় জামায়াত ইসলামী প্রার্থী আবুল কালাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী এ.এস. এম সুজাই উদ্দিন মনোনয়ন দাখিল করেন।
দেশের সর্বশেষ ৩০০ নং আসন বান্দরবান জেলা। এই জেলাতে ১৩টি জাতিগোষ্ঠীর বসবাস। জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮৬ টি। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩৬ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫৮ হাজার ৮৫৯ জন ও নারী ভোটার রয়েছে ১লাখ ৫১ হাজার ১৭৮ জন।
রাজনৈতিক সংগঠনের নির্বাচনের প্রার্থীরা সাংবাদিকদের বলেন, শিক্ষা,স্বাস্থ্য,পর্যটন শিল্পসহ প্রতিটি সেক্টর নিয়ে কাজ করা হবে। কেননা এই অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠী নানা দিক দিয়ে পিছিয়ে রয়েছে। সেদিকে চিন্তা করে নতুন বাংলাদেশ বিনির্মানে জন্য নানা উদ্যেগ গ্রহন করা হবে বলে মতামত প্রকাশ করেন প্রার্থীরা।
জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার শামিম আরা রিনি বলেন, সকাল থেকে সন্ধায় পাঁচটা পর্যন্ত পাচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় আসন্ন এয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হব বলে আমরা আশাবাদী। এবং সকল নাগরিককে ভোটকেন্দ্র এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।