তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং আগামীর দক্ষ ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরে শুরু হয়েছে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর জেলা স্টেডিয়ামে এই বিশেষ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মাদারীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) জুয়েল আহমেদ। মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সি। অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা মেধা অন্বেষণই এই আয়োজনের মূল লক্ষ্য। বাছাইকৃত ৪০ জন কিশোর ফুটবলার এই ক্যাম্পে মাসব্যাপী আধুনিক ফুটবল কৌশলের ওপর নিবিড় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী হুমায়ুন কবির, মো. জাহিদুর রহমান খান ও খান আতিকুর রহমান লাবলু , জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, সিনিয়র শিক্ষক নাজমুল হোসেন। অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ। সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়রা যেমন তাদের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে, তেমনি জাতীয় পর্যায়ের ফুটবলে নিজেদের জায়গা করে নিতে তারা এক ধাপ এগিয়ে থাকবে।