ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদান এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় রুমা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফ ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,“সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসব বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন,“প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী বা তার সমর্থকদের দ্বারা ফেস্টুন, ব্যানার, লিফলেট বিতরণ, মাইকিং, শোভাযাত্রা কিংবা হ্যান্ডবিল প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কার্যক্রম নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। রুমা উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এ বিষয়ে সচেতন থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।”
সভায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের আবেদন প্রক্রিয়া, ভোট প্রদান পদ্ধতি ও সময়সীমা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও নিষেধাজ্ঞাসমূহ তুলে ধরা হয়।
এ সময় রুমা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের অবহিতকরণ সভা নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সহায়ক এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।