রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর শীলছড়ি রাম পাহাড় বিট এলাকায় বন্যহাতির আক্রমনে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে শীলছড়ির রামপাহাড় বিট এলাকা সংলগ্ন সড়কের পাশে এই ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওয়াগ্গা ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন। তিনি জানান, ওই মানসিক ভারসাম্যহীন মহিলা সম্ভবত সড়কটি দিয়ে পার হওয়ার সময় বন্যহাতির আক্রমনের শিকার হয়েছেন। তার শরীরে বন্যহাতির আক্রমনের চিহ্ন রয়েছে। এবং পাশে বন্যহাতির পায়ের ছাপও রয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন।
কাপ্তাই রেঞ্জ অফিসার জানান, সড়কটি দিয়ে বন্য হাতি চলাচল করে থাকে। এজন্য জন নিরাপত্তায় বিভিন্ন নির্দেশনামুলক সচেতনতা বিলবোর্ড দেওয়া হয়েছিল। তবে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় হয়তো দুর্ভাগ্যবশত হাতির আক্রমনে শিকার হয়ে নিহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এদিকে কাপ্তাই থানার ওসি মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপানে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।